টিডিএন বাংলা ডেস্ক: ৪ বছর পূর্বে করা একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এই অভিযোগ তুলে এফআইআর করা হয় সাংবাদিক মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে। সেই এফআইআর-এর ভিত্তিতে আটক করা হয় জুবায়েরকে। সেই মামলায় এবার ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হল তাকে। যদিও ‘অল্ট নিউজে’র সহ-প্রতিষ্ঠাতা জুবায়েরকে প্রতিহিংসা বসত আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই।
আজকেই একটি কর্মীসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা জুবায়ের ও তিস্তার গ্রেফতারী প্রসঙ্গে বলেন, “জুবায়েরকে কেন গ্রেপ্তার করলেন? তিস্তাকে কেন গ্রেপ্তার করা হল? ওঁরা কী করেছেন?” ‘দ্য এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া’ (ইজিআই) এবং ‘প্রেস ক্লাব অব ইন্ডিয়া’ ইতিমধ্যেই জুবেরের গ্রেফতারির ঘটনার নিন্দা করেছে। নিন্দা জানিয়েছেন কংগ্রেসের শশী থারুর, ওয়েলফেয়ার পার্টির এসকিউআর ইলিয়াস, তৃণমূলের ডেরেক ও ব্রায়েনের মত রাজনীতিকরা।