HighlightNewsদেশ

‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে বড়দিনে গির্জায় হামলা!

টিডিএন বাংলা ডেস্ক : রাজধানী দিল্লির গুরুগাওয়ের পটৌডির একটি গির্জায় বড়দিনের উৎসবে জয় শ্রী রাম বলে চড়াও হল অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি। এই দলের নেতৃত্বে ছিলেন সেখানকার এক রাজনৈতিক নেতা। প্রত্যক্ষদর্শিদের দাবি হামলাকারীরা ‘জয় শ্রী রাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দিচ্ছিল। অভিযোগ উঠেছে সেখানকার একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে।

সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায়, হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা গির্জায় উপস্থিত মানুষজনকে ধাক্কা দিয়ে মঞ্চে উঠে যান। অভিযোগ মঞ্চের মাইকও কেড়ে নেওয়া হয়। আরও অভিযোগ একজন উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে খ্রিস্টধর্ম গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা যীশুকে অসম্মান করছি না কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই তারা যদি খ্রিস্টধর্ম পালন করতে চায় তাহলে বৈধভাবে করতে হবে কিন্তু ধর্মান্তরিত করার চেষ্টা যেন না করে। এটি ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিতে পারে।’ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এই ঘটনাটি ঘটেছে গুরুগাওয়ের পাতুয়ারি শহরের নাহেরা নামক একটি গ্রামে। স্থানীয় এক যাজক একটি সংবাদ সংস্থাকে বলেন, “ঘটনাটি ভীতিকর ছিল কেননা চার্চের আশেপাশে নারী ও শিশুরা ছিল। দিন দিন এমন উপদ্রপ বাড়ছে। এটি আমাদের প্রার্থনা ও ধর্ম অনুসরণ করার অধিকারের লঙ্ঘন।” পটৌডির স্টেশন হাউস অফিসার অমিত কুমার জানিয়েছেন, পুলিশ এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পায়নি। প্রশাসনের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরে এই গুরুগ্রামেই নমাজ পড়ার জায়গা নিয়ে বিতর্ক চলছে। সেখানে অভিযোগ উঠেছে যে হিন্দুত্ববাদীরা পূর্ব থেকেই নির্ধারিত জায়গাতে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছে না। ফলে প্রকাশ্যে নমাজ পড়তে গিয়ে সমস্যার মুখে পড়ছেন সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

Related Articles

Back to top button
error: