মসজিদের উপরে উঠে ‘জয় শ্রী রাম’স্লোগান! অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি

টিডিএন বাংলা ডেস্ক : কয়েকজন অজ্ঞাতপরিচয়ের যুবক মসজিদের উপরে উঠে ‘জয় শ্রী রাম’স্লোগান দিচ্ছেন, এমনই একটি ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর সমালোচনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে। জানা গিয়েছে, ২ এপ্রিল গ্রামে রাম কালাশ যাত্রা উপলক্ষে চলছিল একটি মিছিল। মিছিলটি যখন গ্রামের একটি মসজিদ অতিক্রম করছিল ঠিক তখনই কয়েকজন যুবক মসজিদের চুড়ায় উঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। গাজীপুর পুলিশ সোমবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

২ এপ্রিল এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই বিষয়ে জানতে চাওয়া হলে গাজিপুরের এসপি রাম বদন সিং বলেন, ‘গাহমার গ্রামে একটি মসজিদের উপরে উঠে স্লোগান দেওয়ার ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।দ্রুত এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে। সেই সঙ্গে তিনি বলেন, গ্রামের শান্তি শৃঙ্খলা বজার রয়েছে। পুলিশ প্রশাসনের তরফে এলাকায় কড়া নজর রাখা হচ্ছে।’

গহমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক টিএল সেন বলেন, ‘২ এপ্রিল গ্রামে রাম কালাশ যাত্রা উপলক্ষে প্রচুর মানুষ সেই যাত্রায় অংশ নেনে। মিছিলটি গ্রামের একটি মসজিদের কাছে পৌঁছলে কয়েকজন যুবক তাতে (মসজিদে) উঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা তাদের বকাঝকা করলে যুবকরা সঙ্গে সঙ্গে নেমে আসে।’