টিডিএন বাংলা ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদ জানাতে গিয়ে এবার দিল্লিতে বঙ্গভবনে হামলার অভিযোগ। অভিযোগ, কয়েকজন যুবক বঙ্গভবনে হামলা চালায়। তারা ভবনের বাইরের বোর্ড ভেঙে ফেলার পাশাপাশি
ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নেমপ্লেটে কালি লাগানোর চেষ্টা করে। যদিও তাদের আটক করে দিল্লী পুলিশ।
তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কিছু রাফিয়ান, ১০-১২ জন বঙ্গভবনে হামলা চালানোর চেষ্টা করে। তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন। যারা এসেছিল তারা কোনও পতাকা নিয়ে আসেনি। তবে বোঝাই যাচ্ছে তারা শাসক দলের গুণ্ডা।’