পরপর ২৩ টি রকেট হামলায় কাঁপলো আফগানিস্তানের কাবুল, মৃত আট

A wounded man is carried as he leaves a hospital after a barrage of rockets hit residential areas in Kabul [Omar Sobhani/Reuters]

টিডিএন বাংলা ডেস্ক: পরপর ২৩ টি রকেট হামলায় কেঁপে উঠলো কাঁপলো আফগানিস্তানের রাজধানী কাবুল।
শনিবার সকালে দূতাবাসের কাছে এই হামলায় এখনও পর্যন্ত আটজন মারা গিয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি জখম আরো ৩০ জন।

সংবাদমাধ্যমকে আফগান প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, অন্তত ২৩টির মতো রকেট হামলা চালানো হয়েছে। ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।