ফের বিপদে কঙ্গনা, দায়ের এফআইআর

টিডিএন বাংলা ডেস্ক : ফের বিপদে বলিউড ডিভা কঙ্গনা রানাউত। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল মুম্বইয়ে। সম্প্রতি কৃষক আন্দোলনকে খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করেছিলেন অভিনেত্রী। তারপরই এই এফআইআর।

কঙ্গনা রানাউত আর বিতর্ক শব্দটি একই বন্ধনীতে রাখলেও ভুল হবে না। নিজের মুভির জন্য নয়। বরং লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে বর্তমানে তিনি মিডিয়ার নজরে অভিনেত্রী। শুক্রবার গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে যায় দেশজুড়ে। তবে এই সিদ্ধান্তকে একেবারেই মানতে পারেননি কঙ্গনা। অভিনেত্রী ইনস্টাগ্রামে জানিয়েছেন, “দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় বসে থাকা লোকেরাই আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।”

এমনকী কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের এই প্রতিবাদকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করতেও পেছপা হননি কঙ্গনা। যার জেরে বেজায় চটেছে শিখ সম্প্রদায়। মুম্বইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অমরজিতের দাবি, এভাবে শিখদের অপমান করা হয়েছে। পুলিশ যেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করে।