কঙ্গনা রানাউত যোগীরাজ্যে ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামে’র (One district-one product) ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চলেছেন। শুক্রবার উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও করেন কঙ্গনা। এর আগে অভিনেত্রীর গলায় একাধিকবার মোদি সরকারের স্তুতিমূলক কথা শোনা গিয়েছে। সে কারণেই কি যোগীরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন এ নিয়ে নেট নাগরিকদের চর্চা চলছে।

ইউপি -র অতিরিক্ত মুখ্য সচিব নবনীত সেহগাল জানিয়েছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগী সরকার এক জেলা এক পণ্য (ODOP) স্কিম চালু করেছে যার উদ্দেশ্য হল ইউপি এর এমন কিছু আদি ও বিশেষ পণ্য এবং কারুশিল্প যা অন্য কোথাও পাওয়া যায় না , সেসব কে মানুষের সামনে তুলে ধরা।

সদ্য জয়ললিতার বায়োপিকে কাজ করেছেন কঙ্গনা। প্রথমে তামিল ভাষায় তৈরি হয় ছবিটি। ‘থালাইভি’ ছবিটি পরে হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পায়। আপাতত নিজের আসন্ন ছবি ‘তেজসে’র শুটিংয়ে ব্যস্ত কঙ্গনা। সে কারণে ইতিমধ্যে উত্তরপ্রদেশেই রয়েছেন তিনি। শুক্রবার মোরদাবাদে শুটিং করেন অভিনেত্রী। এরপরই সোজা লখনউ পৌঁছন তিনি। দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।