টিডিএন বাংলা ডেস্কঃ কিছুদিন ধরেই কানহাইয়া কুমারের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। অবশেষে আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কানহাইয়া কুমার ও জিগ্নেশ মেওয়ানি কংগ্রেসে যোগ দিলেন। আজ মঙ্গলবার দুপুরে দিল্লিতে কংগ্রেসের হেডকোয়ার্টারে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন সিপিএমের পোষ্টার বয় কানহাইয়া কুমার ও গুজরাটের সাংসদ জিগ্নেশ মেওয়ানি। এরপর সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন তারা। সাংবাদিক সম্মেলনে কানহাইয়া কুমার বলেন, “আমার মনে হয় এই দেশে কিছু মানুষ শুধু মানুষ নয়, তারা এক একজন ভাবনা। কিছু মানুষ এই ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। আমি কোথাও পড়েছিলাম শত্রুদের বিনাশ করতে। আমি মনে করি এই দেশের কোটি কোটি মানুষের মনে হয় কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না। দেশে প্রধানমন্ত্রী আসবে যাবে, কিন্তু রাহুল গান্ধীর উপস্থিতিতে আমরা যখন যোগদান করি তখন তিনি আমাদের অনুপ্রাণিত করেন। এই দেশের এখন ভগৎ সিং-এর বীরত্ব, আম্বেদকর সাম্য এবং গান্ধীজির একতার প্রয়োজন। আপনি ব্যক্তিকে শেষ করতে পারেন, ধারণাকে নয়। বোম আর পিস্তল দিয়ে কখনও ইনকিলাব আসে না। দেশ ১৯৪৭-এর স্থিতিতে পৌঁছে গেছে। আজ আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে দেশকে বাঁচানোর সময় এসেছে।” সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগদানের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “যদি বড় জাহাজকে বাঁচানো যায় তবে ছোট জাহাজগুলিও বাঁচবে না তাই আমার কংগ্রেসে যোগদান।” উল্লেখ্য যে, বেশ কিছু বিষয়ে কানাইয়া কুমারের সঙ্গে সিপিএম নেতৃত্বের মতবিরোধ শুরু হয় যার জেরে এই দলত্যাগ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর তিনি সিপিএম অফিস থেকে তার অর্থের লাগানো ‘এসি’ও খুলে নিয়ে আসেন।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024