টিডিএন বাংলা ডেস্ক : জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমার বাম ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। কয়েকদিন ধরেই এই জল্পনা চলছে। মাঝে শোনা যাচ্ছিল গান্ধি জয়ন্তি অর্থাৎ ২ অক্টোবর তিনি দলবদল করবেন। এখন শোনা যাচ্ছে দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ২ তারিখের বদলে ২৮ সেফটিবর কংগ্রেসে যোগ দেবেন এই সিপিআই নেতা। গুজরাতের বিজেপি বিধায়ক জিগনেশ মেবানিও কংগ্রেসে যোগদান করতে চলেছেন বলে খবর।
এই যোগদানের নেপথ্যে রয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সূত্রের খবর, রাহুল গান্ধির সঙ্গে সম্প্রতি বৈঠক করেন পিকে। সেই বৈঠকে পিকে বলেছিলেন, দলের এখন তরুণ প্রজন্মকে দরকার। প্রবীণ নেতাদের পরামর্শদাতা হিসেবে রাখা উচিত। আর তরুণদের দায়িত্ব কাঁধে তুলে দেওয়া উচিত। সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন দলের প্রাক্তন সভাপতি। তারপরই কানহাইয়ার সঙ্গে বৈঠক হয় কংগ্রেসের। দিল্লির জেএনইউ-তে চোখা বক্তব্য রেখে সবার নজর কেড়েছিলেন কানহাইয়া কুমার। ২০১৯ সালে বেগুসারাই কেন্দ্র থেকে বিজেপি নেতা গিরিরাজ সিং-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে জয়ের মুখ দেখেন নি। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে কানহাইয়াকে নিয়ে গিয়ে প্রচার চালিয়ে ছিল বামেরা। সেই কানহাইয়া এবার আসছেন কংগ্রেসে।