কর্ণাটক হাইকোর্টের বিচারপতিকে বদলির হুমকি!

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটক হাইকোর্টের বিচারপতিকে বদলির হুমকি দেওয়া হয়েছে। বিচারক এইচপি সন্দেশ এই অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, একটি দুর্নীতির মামলায় দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) কর্মকর্তাকে তিরস্কার করার পরে হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি বলেন যে, তাঁকে বদলি করা যেতে পারে। বিচারপতি সন্দেশ জানিয়েছেন, জনগণের স্বার্থে তাঁকে বদলি করা হলেও তিনি তার জন্যও প্রস্তুত।

প্রসঙ্গত, ৫ বেঙ্গালুরু শহরের সিটি ডেপুটি কমিশনার জে মঞ্জুনাথের আমলে, ডেপুটি তহসিলদার পিএস মহেশ ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। মহেশের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় এবং তাঁর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। গত ৩০ জুন সেই আবেদনের শুনানি হয়। এই বিষয়ে মহেশ একটি বিবৃতিতে বলেন, মঞ্জুনাথ তাঁকে ঘুষ নিতে বলেছিলেন। বিচারপতি সন্দেশের বেঞ্চে বলা হয় যে মঞ্জুনাথের নাম এফআইআরে নেই। এরপর বিচারপতি সন্দেশ মামলার শুনানি করতে গিয়ে এসিবিকে দুর্নীতির কেন্দ্র ও সংগ্রহ কেন্দ্র বলে অভিহিত করেন। বিচারপতি আরও বলেন, এসিবি বর্তমানে একজন কলঙ্কিত এডিজিপি সীমান্ত কুমার সিংয়ের নেতৃত্বে কাজ করছে। বিচারপতির এহেন মন্তব্যের পর সোমবার দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক জে মঞ্জুনাথকে গ্রেফতার করা হয়।

বিচারপতি সন্দেশের অভিযোগ এরপরই তাঁকে বদলির হুমকি দেওয়া হয়। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল দুর্নীতি দমন ব্যুরোর এডিজিপি একজন ক্ষমতাবান ব্যক্তি। একজন বিচারক আমাকে এ বিষয়ে বলেছেন যে আমাকে বদলির হুমকি দেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে বদলি করা হলে আমি তার জন্য প্রস্তুত। আমি কাউকে ভয় পাই না। বিচারক হওয়ার পর আমি কোনো সম্পত্তি জমা করিনি। আমার ওপর এসবের কোনো প্রভাব পড়বে না। আমি একজন কৃষকের ছেলে। আমি জমি চাষ করতে প্রস্তুত। আমি কোন রাজনৈতিক দলের নই। আমি কোনো রাজনৈতিক আদর্শের অনুসারী নই।