টিডিএন বাংলা ডেস্ক : হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। হাইকোর্টের সিদ্ধান্তে উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আদালত যদি বলে যে পর্দা ইসলামে বাধ্যতামূলক নয়, তবে তা প্রত্যখ্যান করা উচিত। কারণ পর্দা করা আবশ্যক।’ তিনি আরও বলেন, পর্দা ইসলামের অংশ এবং এর প্রয়োজনীয়তা পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত।
অন্যদিকে জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বলেন যে, ‘হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায় দেশ ও মুসলমানদের জন্য ক্ষতিকারক।’ পাশাপাশি তিনি এটাও বলেন, ‘এই সিদ্ধান্তের অনেক নেতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে মুসলিম মেয়েদের শিক্ষার উপর এবং তারা বর্তমান পরিস্থিতিতে তাদের স্বাধীনতা ও আস্থা হারাবে। আমাদের দেশের একটি অতি প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। বিশেষ করে মুসলিম নারীদের বিশ্বাসও ধারণায় পর্দা ও শালীনতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শতাব্দীর পর শতাব্দী ধরে লিপিবদ্ধ রয়েছে। শুধুমাত্র আদালতের সিদ্ধান্তে তা নির্মূল করা যাবে না।’
মাওলানা মাদানী আরো বলেন, ‘যে ধর্মের বিষয়ে সিদ্ধান্ত সেই ধর্মের প্রামাণিক আলেম ও ফকীহদের স্বীকৃত বিশ্বাসের ভিত্তিতে হওয়া উচিত এবং আদালতকে এ বিষয়ে আলাদা পথ অবলম্বন করা উচিত নয়।’ মাদানী সাহেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একটি জাতীর মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার দায়িত্ব পালনের আহ্বান জানান। আদালত যদি সমস্যাটির সমাধান না করে তাহলে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সংসদে ও বিধানসভায় আইন প্রণয়ন করার আহ্বান জানান।