HighlightNewsদেশ

কাশ্মীরি পণ্ডিতদের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে: নিহত কাশ্মীরি পণ্ডিতের স্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: কাশ্মীরি পণ্ডিতদের বলির পাঁঠা করা হচ্ছে। তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন উপত্যকায় নিহত কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের স্ত্রী। একইসঙ্গে তিনি কাশ্মীরের মানুষ বর্তমানে কি পরিমাণ নিরাপত্তাহীনতায় ভুগছে তা বুঝতে মোদি-শাহদের নিরাপত্তা ছাড়া কাশ্মীরে ঘুরে দেখতে বলেন।

তাঁর ভাষায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের বলির পাঁঠা করছেন। কাশ্মীরি পণ্ডিতদের ওরা রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমি ওঁদের চ্যালেঞ্জ করছি সাহস থাকলে কাশ্মীরে এসে নিরাপত্তারক্ষী ছাড়া ঘুরে দেখান। এখানে কাশ্মীরি পণ্ডিতদের নৃশংসভাবে খুন করা হচ্ছে আর গোটা দেশ নীরব। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মুখে এক কথা বলেন, আর কাজে আরেকরকম করেন।”

উল্লেখ্য যে, কয়েক দিন আগেই কাশ্মীরে সরকারি অফিসের মধ্যে প্রবেশ করে একজন কাশ্মীরি পন্ডিত সরকারি কর্মচারীকে হত্যা করে দূস্কৃতিরা। এই ভাবে সরকারি অফিসে গিয়ে কিভাবে একজন কর্মচারীকে হত‍্যা করা হল? কেন তাকে নিরাপত্তা দিতে ব‍্যর্থ হল প্রশাসন সেই প্রশ্ন তুলে প্রতিবাদ মিছিল করে স্থানীয়রা। কিন্তু সেই মিছিলে লাঠিচার্জ ও কাঁদানে গ‍্যাস ছোঁড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেই।

Related Articles

Back to top button
error: