HighlightNewsরাজ্য

পুলিশের মুখ পুড়িয়ে জামিন পেলেন কৌস্তভ বাগচী

টিডিএন বাংলা ডেস্ক: আদালতে ধোপে টিকলো না কৌস্তভের বিরুদ্ধে কোনো অভিযোগ। পুলিশের মুখ পুড়িয়ে জামিন পেলেন কৌস্তভ বাগচী। ব্যাঙ্কশাল কোর্ট কৌস্তভ বাগচীর জামিনের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, গতকাল রাত আড়াইটা নাগাদ কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে আচকাই হাজির হয় কলকাতার বড়তলা থানার পুলিশ।এরপর সকাল আটটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। এদিনই কৌস্তভের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তাঁকে আদালতে পেশ করা হয়।

বিকেল সাড়ে চারটে নাগাদ কৌস্তভ বাগচীকে জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত।
জানা গিয়েছে, এদিন কৌস্তভকে আদালতে পেশ করার পর আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে সমর্থন জানান প্রায় ১০০ জন আইনজীবী। কৌস্তভের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আইনজীবীদের আর্জি, ওসি, আইও-কে শোকজ করা হোক। যে কোনও শর্তে কৌস্তভকে জামিনের আর্জি জানান তাঁরা। তাঁদের বক্তব্য, ‘আমরা আতঙ্কিত, উকিল সমাজ আজ আতঙ্কিত’। এর পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবীর সওয়াল, ‘বৈদ্যুতিন মাধ্যমে কারও সম্পর্কে বাজে ধারনা ছড়ানোর চেষ্টা হয়েছে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন’।
এদিকে, কৌস্তভের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর সওয়াল, ‘মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে কে দিয়েছে?’ শুধু তাই নয়, এদিন কৌস্তভ মামলায় আইনজীবীদের, হট্টগোলের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক।

Related Articles

Back to top button
error: