HighlightNewsদেশ

অধ্যাদেশের বিরুদ্ধে সমাবেশে চতুর্থ পাস রাজা, জাল ডিগ্রি, নোট বাতিলের গল্প শোনালেন কেজরিওয়াল

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের অধ্যাদেশের বিরুদ্ধে রবিবার দিল্লিতে সমাবেশ করে আম আদমি পার্টি (এএপি)। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আজ এই অধ্যাদেশ এসেছে দিল্লির জন্য, কাল অন্য রাজ্যেও আসবে। এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে তাড়াতে আমরা রামলীলা ময়দানে এসেছি।

তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি সুপ্রিম কোর্টে বিশ্বাস করি না। তার অনেক ইগো আছে। দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। একে বলে স্বৈরাচার, হিটলারশাহী।

এরপর, কেজরিওয়াল একজন চতুর্থ পাস রাজার গল্প শোনান। তিনি বলেন, এই গল্পে রাণী নেই। গল্পটি বর্ণনা করার সময়, কেজরিওয়াল নোট বাতিল, জাল ডিগ্রির কথা উল্লেখ করেন। নাম না নিয়ে আদানি ও ব্রিজভূষণ মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজার এক বন্ধু আন্তর্জাতিক কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছে।

এদিন, রামলীলা ময়দানে সমাবেশ চলাকালীন, আপ নেতা সঞ্জয় সিং স্লোগান তোলেন, মোদির একনায়কত্ব চলবে না। ভাষণে মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে কেজরিওয়াল বলেন, মূল্যস্ফীতি বাড়ছে। পেট্রোল, দুধ ও সবজির দাম বেড়েছে। এলপিজি সিলিন্ডারের দাম এখন হাজার টাকা ছাড়িয়েছে। তারা বুঝতে পারছেন না কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। চতুর্থ পাস রাজা দেশ চালাতেও জানেন না।

নোটবন্দি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে কেজরিওয়াল বলেন, একদিন তিনি বলেছিলেন, দু’হাজার টাকার নোট আসবে, পাঁচ বছর পরে তিনি বলছেন এটি চলে যাবে। এ কেমন প্রধানমন্ত্রী, যিনি জানেন না দু’হাজার টাকার নোট থাকবে নাকি যাবে।

সমাবেশে কৃষক আন্দোলনের কথাও উল্লেখ করেন কেজরিওয়াল। তিনি বলেন, রাজার এক বন্ধু আছে যে গাড়ি নিয়ে কৃষকদের ওপর দিয়ে চলে যায়, কিন্তু রাজা তাতে কিছু মনে করেন না। আন্দোলনের সময় ৭০০ কৃষক মারা যায় কিন্তু, রাজা তাঁর অহংকার নিয়ে থাকে।

কুস্তিগীরদের বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, রাজার আরেকজন বন্ধু আছে, যে দেশের আন্তর্জাতিক মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার করে, কিন্তু রাজা এ বিষয়ে কিছুই করেননি। রাজা তার সাথে বন্ধুত্ব ছিন্ন করেননি।

কেজরিওয়াল আরও বলেন, আমি বিনামূল্যে রেওয়াদি বিতরণ করছি। গরিবদের ফ্রি রেওয়াদি দিলে সমস্যা কি? তুমি গোটা পাল তুলে নিয়ে তোমার বন্ধুদের দিয়েছ। এয়ারপোর্ট, জমি, মাইন সবই বন্ধুকে দিয়েছি।

এই অনুষ্ঠানে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ সৌরভ ভরদ্বাজ, অতীশি এবং সঞ্জয় সিং সহ বেশ কয়েকজন বড় আপ নেতা উপস্থিত ছিলেন। কেজরিওয়াল ছাড়াও এই সমাবেশে অংশ নেন কপিল সিবালও। তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংবিধানকে উপহাস করার অভিযোগ করেন। সিবল বলেন, কেন্দ্রে বসে থাকা সরকার আমলাদের সব অধিকার দিতে চায়, তারা দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে কোনো ক্ষমতা রাখতে চায় না। এটা কি ধরনের রসিকতা।

Related Articles

Back to top button
error: