টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার কেন্দ্রীয় তদন্তকরী এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলের নেতা মন্ত্রীদের হেনস্থা করছে এমনই অভিযোগ তুলে কেন্দ্রের এই নীতীর বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে দিল্লিতে একটি বিরোধী দলীয় সম্মেলনের আয়োজন করেছেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সুপ্রিম তথা বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মেলনের অন্যতম আমন্ত্রিত অতিথি। অন্য দিকে, জাতীয় কংগ্রেসকে এই সম্মেলনে ব্রাত্য রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024