টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র মাঝের একটা দিন অতিক্রান্ত হলেই সোমবার অনুষ্টিত হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। আর এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এবার যশবন্তকেই সমর্থন দেওয়ার ঘোষণা দিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। শনিবার এই ঘোষণা শুনেই বিরোধী শিবিরে খুশির হাওয়া। অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির সরকার আছে দিল্লি ও পাঞ্জাবে। তাদের সমর্থন পেলে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহার পক্ষে বিজেপিকে একটা কঠিন লড়াই দেওয়া সম্ভব হবে।
জানা গিয়েছে, শনিবার আম আদমি পার্টির পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থন করা হবে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘আমরা দ্রৌপদী মুর্মুর প্রতি শ্রদ্ধাশীল কিন্তু দল সমর্থন করবে বিরোধীদের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকে।’