কেরলে খুন ২ নেতা! তীব্র চাঞ্চল্য

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : মাত্র ১২ ঘণ্টার ব্যবধান। এরমধ্যে কেরলে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। খুন ২ নেতা। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

শনিবার খুন হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এক নেতা। রবিবার ভোরে বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চার রাজ্য সচিব রঞ্জিত শ্রীনিবাসনকে বাড়ি ঢুকে খুন করল দুষ্কৃতীরা। যার জেরে রাজ্যের আলাপুরা জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। কী কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সকালে প্রাতঃভ্রমণের বেরিয়েছিলেন জনপ্রিয় ওই বিজেপি নেতা। তখনই বাড়ির সামনে চড়াও হয় দুষ্কৃতীরা। স্ত্রী ও মায়ের সামনে তাকে মারধর করতে থাকে দুষ্কৃতীরা। এরপর তার গলা কেটে দেওয়া হয়। ২টি খুনের তীব্র নিন্দা করেছেন রাজ্যের কংগ্রেস নেতা ও রমেশ চেন্নিথালা।