HighlightNewsদেশ

নবী অবমাননার প্রতিবাদ কারীদের গ্রেফতার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে ছাত্রদের মিছিলে কেরল পুলিশের লাঠিচার্জ

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: নবী অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারীদের গ্রেফতার ও প্রতিবাদ মিছিলে পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। তারই প্রতিবাদে ছাত্র সংগঠন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার মিছিলে লাঠিচার্জ করলো কেরল পুলিশ। নবী অবমাননার প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ। বেশ কিছু স্থানে বিশেষত উত্তর প্রদেশে বিক্ষোভকারীদের গ্রেফতার ও আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি একাধিক জায়গায় বিক্ষোভকারী অভিযোগে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। যদিও কারণ হিসাবে দেখানো হয়েছে বেআইনি ভাবে নির্মাণ করার অভিযোগ। এরই প্রতিবাদে ছাত্র সংগঠন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া বিক্ষোভ মিছিল করে। কিন্তু সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে কেরল পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। কিন্তু তাতেও মিছিল বন্ধ না হওয়ায় গ্রেফতার করা হয় একাধিক নেতা নেত্রীকে।

ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ হামলা চালায় রাজ্য পুলিশ। এমনকি ছাত্রীদেরও মারধর করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন নেত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে অনেকগুলি পুলিশ। এমনকি তার মাথার স্কার্ফ ধরেও টানা হিঁচড়া করা হয়।

প্রসঙ্গত, যোগী রাজ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজে নবী অবমাননার প্রতিবাদে সংগঠিত মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা জাভেদ মুহাম্মদ ও তার পরিবারকে। এখানেই না থেমে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে ফেলা হল তার বসতবাড়ি!

Related Articles

Back to top button
error: