সাংবাদিকের দিকে তেড়ে গেলেন কেশব প্রসাদ মৌর্য! কেন?

টিডিএন বাংলা ডেস্ক : যত কাণ্ড উত্তরপ্রদেশে। প্রশ্ন পছন্দ না হওয়ায় মেজাজ হারালেন বিজেপি নেতা তথা উত্তর কেশব প্রসাদ মৌর্য। ছিনিয়ে নিলেন প্রশ্নকর্তার মাস্ক।

ঠিক কী হয়েছে ঘটনাটি? বিতর্কিত মৌর্য-এর সাক্ষাৎকার নিচ্ছিল বিবিসি। বিবিসির সাংবাদিক তার কাছে জানতে চান, কী কারণে ধর্মসংসদের আয়োজন এবং ওই বিতর্কিত মন্তব্যের পরেও দলের শীর্ষনেতারা কেন চুপ? ওই প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ফেলেন যোগী মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রী। চেয়ার ছেড়ে সাংবাদিকের দিকে তেড়ে যান। ছিনিয়ে নেন মাস্ক। এখানেই শেষ নয়। সাংবাদিককে তাঁর পাল্টা প্রশ্ন, ‘বেছে বেছে কেন হিন্দু নেতাদের টার্গেট করা হচ্ছে?” এই সভা সব ধর্মের, সব মানুষের বলেও মন্তব্য করেন কেশব প্রসাদ মৌর্য।

মাইক খুলে ফেলে বলেন,আপনি মোটেই একজন সাংবাদিকের মতো প্রশ্ন করছেন না। আপনি বিশেষ কোনও এজেন্টের হয়ে দালালি করতে এসেছেন। গোটা ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল।