খালিস্তান সমর্থক অমৃতপাল ও তার ৬ সঙ্গী গ্রেফতার: দেড় ঘণ্টা ধরে ধাওয়া করে ধরল পুলিশ, পাঞ্জাবে বন্ধ ইন্টারনেট

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার জলন্ধরের মেহতপুর এলাকায় খালিস্তান সমর্থক অমৃতপাল ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। তাঁরা মোগায় যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। আজনালা থানায় হামলা সংক্রান্ত মামলায় এই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাঞ্জাব পুলিশ কর্ডন করার সাথে সাথে অমৃতপাল নিজেই গাড়িতে বসে লিঙ্ক রোড দিয়ে পালিয়ে যায়। পুলিশের প্রায় শতাধিক গাড়ি তাকে অনুসরণ করে। অমৃতপালকে জলন্ধরের নাকোদর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এখনও এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রবিবার দুপুর ১২টা পর্যন্ত পাঞ্জাবের অনেক এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।