টিডিএন বাংলা ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনকে সম্প্রচার করতে গিয়ে নৈতিকতা লঙ্ঘন করেছে জি নিউজ। কৃষক বিক্ষোভকে অনৈতিকভাবে খালিস্তানিদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এমনই দাবি করল নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি (NBDSA)। তাই জি মিডিয়াকে তিনটি ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল এনবিডিএসএ। ৭ দিনের মধ্যে লিখিতভাবে NBDSA-কে তা নিশ্চিত করতে হবে।
তাদের দাবি, জি নিউজ এবছর প্রজাতন্ত্র দিবসে কৃষকদের বিক্ষোভ কভারেজ করার সময় সম্প্রচারের নৈতিকতা লঙ্ঘন করেছে। ১৯,২০ এবং ২৬শে জানুয়ারি জি নিউজে প্রচারিত তিনটি অনুষ্ঠানে সম্প্রচারের মানদণ্ড লঙ্ঘিত হয়েছে বলে বলে অভিযোগ। ওই তিনটি অনুষ্ঠানই ছিল কৃষক আন্দোলন সম্পর্কিত। উল্লেখ্য, NBDSA হল ভারতীয় সংবাদ সম্প্রচারকারীদের একটি বেসরকারি সংস্থা।
গত ১৯ এবং ২০ জানুয়ারি জি নিউজে সম্প্রচারিত “তাল ঠোক কে: খালিস্তান সে কব সাবধান হোগা কিসান?” এবং “তাল ঠোক কে: নাহি মানে কিসান তো কেয়া প্রজাতন্ত্র দিবস পার হোগা গৃহ যুদ্ধ?” নামে দুটি অনুষ্ঠানে সম্প্রচারের নৈতিকতা লঙ্ঘন হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে – “শ্রোতাদের মধ্যে অত্যধিক ভয়, ক্ষোভ তৈরি করতে এবং জাতীয় প্রতিষ্ঠানের ক্ষমতার প্রতি জনগণের আস্থা নষ্ট করার জন্য এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল।” জি নিউজ তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
জি এর বিরুদ্ধে আরও একটি অভিযোগ হলো, জি মিডিয়াতে বারবার সম্প্রচার করা করা হয়েছে – লাল কেল্লাতে জাতীয় পতাকা ফেলে দিয়ে ‘খালসা’ পতাকা উত্তোলন করেছেন প্রতিবাদী কৃষকরা। যা একেবারেই মিথ্যা এবং প্রকৃত ঘটনা বিকৃত করা হয়েছে। ভারতীয় কিষান ইউনিয়ন ( BKU)–র পতাকাকে একাধিক মিডিয়া জাতীয় পতাকা হিসাবে দেখিয়েছে। তাই NBDSA জি নিউজকে উল্লেখিত সম্প্রচারের ৩টি ভিডিও চ্যানেলের ওয়েবসাইট, ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।