দেশ

পুলিশের ‘অতিসক্রিয়তার’ বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, তাদেরই পাশে দাঁড়ালেন খট্টর

টিডিএন বাংলা ডেস্ক : প্রাণ গেলে যাক। কিন্তু আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়। এমনই মানসিকতা হয়তো নিয়ে চলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কারণ হরিয়ানায় আন্দোলনকারী কৃষকদের ওপর লাঠিচার্জ চালানোর ঘটনায় পুলিশের পক্ষ নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, পুলিশের দিকে পাথর ছুঁড়েছিলেন আন্দোলনকারীরা তাই পুলিশ লাঠি চালিয়েছে।

শনিবার কার্নালে অন্নদাতারা বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভকারী কৃষকদের ওপর নৃশংসভাবে লাঠিচার্জ করে।সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় কমপক্ষে ১০ জন কৃষকের মাথা ফেটেছে।
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিজেপির এক বৈঠক হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিবাদ দেখাতে চাইলে তা শান্তিপূর্ণ পদ্ধতিতে করা উচিত। তাতে কারও আপত্তি থাকবে না। তাঁরা (কৃষকরা) আগেই সরকারকে আশ্বস্ত করেছিলেন যে তাঁদের বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। কিন্তু তার পরিবর্তে তাঁরা যদি পুশিশকে পাথর ছোঁড়ে, জাতীয় সড়ক অবরোধ করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পদক্ষেপ নিতেই হবে।”
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, আমি এই বিক্ষোভের নিন্দা জানাই। যে কোনও সংগঠনের কার্যক্রমে বাধা সৃষ্টি করা গণতন্ত্রবিরোধী।”

Related Articles

Back to top button
error: