HighlightNewsআন্তর্জাতিক

ওয়েব সিরিজ স্কুইড গেমের বেআইনি কপি বিক্রি, গুলি করে মারার নির্দেশ কিমের

টিডিএন বাংলা ডেস্ক : নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এই মুহূর্তে স্কুইড গেম। ১৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পরই যা আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। দক্ষিণ কোরিয়ার এই ওয়েব সিরিজ নিয়ে সারা বিশ্ব যখন তোলপাড়, তখনই ভয়াবহ খবর এলো কিম জং উনের উত্তর কোরিয়া থেকে। কী সেই খবর? স্কুইড গেমস সিরিজটির বেআইনি কপি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গুলি করে মারার নির্দেশ দিয়েছে কিমের প্রশাসন। স্কুইড গেম এরই একটি দৃশ্যের সঙ্গে যে ঘটনার প্রায় হুবহু মিল। শুধু তাই নয়। যে ছাত্র সিরিজটি কিনেছিল, তাকেও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনই দাবি করা হয়েছে মার্কিন সংস্থা রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে। লুকিয়ে স্কুইড গেম দেখার জন্য কঠোর শাস্তি দেওয়া হয়েছে আরও ছয়জন পড়ুয়াকে।

২৩ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি, এক ব্যবসায়ী চিন থেকে ওই সিরিজের একটি কপি লুকিয়ে কিনে নিয়ে এসেছিলেন উত্তর কোরিয়ায়। তারপর সেটি পেনড্রাইভে নিয়ে বিক্রি করছিলেন। তার কাছ থেকে সেটি কেনে চোংইন শহরের হাই স্কুলের এক ছাত্র। ছাত্রটি গোপনে পেনড্রাইভটি স্কুলে নিয়ে এসেছিল। তারপর থেকেই ৬ জন বন্ধু মিলে সিরিজটি দেখে ফেলে। বাকি পড়ুয়ারাও বিষয়টি জেনে যায়। এরপরই বিষয়টি প্রশাসনের কানে পৌঁছে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ওয়েব সিরিজ বিক্রেতাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি মারার নির্দেশ দেওয়া হয়েছে। যে ছাত্র সিরিজ সহ পেনড্রাইভ কিনেছিল তাকে আমৃত্যু কারাবাস এবং তার ছয় বন্ধুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকি ওই ছাত্ররা যে স্কুলে পড়তো সেই স্কুলের প্রিন্সিপাল শিক্ষক এবং প্রশাসকও শাস্তির মুখে পড়েছেন।

Related Articles

Back to top button
error: