টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যাভিষেকের জন্য লন্ডনে উপস্থিত উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজা তৃতীয় চার্লস। কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই বৈঠক আয়োজিত হয়। বাকিংহাম প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা উপস্থিত ছিলেন। ডঃ ধনখর কমনওয়েলথের প্রতিষ্ঠানকে শক্তিশালী ও কেন্দ্রীভূত করার বিষয়ে কমনওয়েলথ নেতাদের সঙ্গে আলোচনা করেন। একইসঙ্গে, তিনি লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ও বর্তমান সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন বলে জানা গিয়েছে।