HighlightNewsরাজ্য

KMC Election: পুরভোটেও কংগ্রেস ও আইএসএফ-কে সমর্থন করবে বামেরা?

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : আগামি মাসেই কলকাতা পুরসভার নির্বাচন। আর সেই উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার ও বিরোধী দলগুলি। তবে সবার আগে প্রমোদ দাশগুপ্ত ভবনে প্রার্থিতালিকা ঘোষণা করলো বামেরা। যদিও বামেদের সেই প্রার্থিতালিকা সম্পূর্ণ নয়। এই পুরসভা নির্বাচনে বিজেপি-তৃণমূলকেই প্রধান বিরোধি হিসাবে দেখছে বামেরা। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে নির্বাচন সুষ্ঠু ভাবে কারার দাবি জানিয়েছেন বামেরা। মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন তাঁরা।

পুরভোটেও বামেরা কংগ্রেস ও আইএসএফ-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। বামেরা ১৫-১৬টি আসনে প্রার্থী না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। যদিও এই নির্বাচনে তারা জোট করছেন না। তবে এই সব আসনে কংগ্রেস ও আইএসএফ-কে সমর্থন করা হবে বলে জানানো হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন বামফ্রন্ট কোথায় কোথায় নিজের শক্তিতে লড়তে পারে, সেটা আগে স্থির করা হবে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। এই বিজ্ঞপ্তি জারি করার পর থেকে কলকাতা পুরসভায় এলাকায় ১৪৪টি ওয়ার্ডে নির্বাচনীবিধি কার্যকর হয়ে গিয়েছে। একইসঙ্গে সেখানে মনোনয়ন জমা নেওয়াও শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

Related Articles

Back to top button
error: