৮৬ রানে রাজস্থান রয়‍্যালসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে কলকাতা নাইটরাইডার্স

টিডিএন বাংলা ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার শারজায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের খেলা হয়। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দর্শকদের অবাক করে দিয়ে ৮৬ রানে হারিয়ে দেয় রাজস্থান রয়েলসকে। আর এই বিশাল জয়ের মধ্য দিয়েই কলকাতা নাইট রাইডার্স প্লে অফে যাওয়ার রাস্তা প্রায় নিশ্চিত করে ফেলল। অন্যদিকে রাজস্থান রয়্যালসের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। কলকাতার ১৪টি ম্যাচ শেষে মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৪। অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সেরও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদকে বড় রানের ব্যবধানে হারাতে হবে। কারণ কলকাতা থেকে তারা নেট রান রেটে অনেকটাই পিছিয়ে আছে। তাই প্লে-অফে যাওয়া তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। অবশ্য প্লে-অফে কে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স নাকি মুম্বাই ইন্ডিয়ান্স তা জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে।