HighlightNewsরাজ্য

কোভিডবিধি না মানলে আইনি পদক্ষেপের ভাবনা কলকাতা পুরসভার

টিডিএন বাংলা ডেস্ক : কোভিডবিধি মানতে হবে। মাস্ক পরে জিনিস বিক্রি করতে হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। নিয়ম না মানলে দোকানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে দোকান। সূত্রের খবর, এই পদক্ষেপের কথা চিঠি দিয়ে বাজারের ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রধানদের জানিয়ে দিল কলকাতা পুরসভা।

ওই চিঠিতে অ্যাসোসিয়েশনের কর্তাদের রোজ বাজার ঘুরে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, শহরের বাজারগুলিতে অভিযান চালানোর জন্য বিশেষ টিম তৈরি করেছে কলকাতা পুরসভা। যে টিমের সদস্য শহরের বাজারগুলিতে আচমকা অভিযানে যাবে। কেউ নিয়ম না মেনে দোকান চালালেই, সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। এর বাইরেও কলকাতা পুলিশকে নিয়মিত বাজারগুলিতে কড়াভাবে নজরদারি চালানোর কথা বলেছেন পুরকর্তৃপক্ষ।

সংক্রমণ ছড়াচ্ছে বাজার থেকে। বিশেষজ্ঞরা একথা প্রথম থেকেই বলে আসছেন। এই পরিস্থিতিতে শক্ত পথে হাঁটা ছাড়া উপায় নেই।

Related Articles

Back to top button
error: