মাস্কবিধি নিয়ে কড়া কলকাতা পুরসভা, কাল থেকে ১০০ টাকা জরিমানার পথে রাজ্য

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : করোনা গ্রাফে রাশ টানতে বুধবার থেকেই শহরজুড়ে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও পুলিশ। পুরসভা সূত্রে খবর, বিভিন্ন বাজার, রাস্তায়, পাড়ায় পাড়ায় পুরসভা ও পুলিশের যৌথ দল ঘুরবে। মাস্ক ছাড়া কাউকে দেখা গেলেই পুলিশ তাকে গ্রেফতার করবে। কিন্তু ১০০ টাকার বিনিময়ে থানা থেকেই ধৃতের জামিন মিলবে।

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে মাস্ক মাস্ট করেছে রাজ্য। তা সত্ত্বেও মাস্ক কারও থুতনিতে, কারও আবার ঝুলছে হাতে। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে জরিমানা শুরু করতে চলেছে রাজ্য সরকার। নিয়ম না মানার শাস্তি মাত্র ১০০ টাকা হবে কেন সেই প্রশ্ন তুলেছেন চিকিৎসক সমাজের একাংশ। এমনকি কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম মনে করেন, জরিমানা বাড়ালেই সবাই নিয়ম মানবেন এই ধারণা ঠিক নয়। মানুষের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়ার নীতি আমাদের সরকারের নেই।

এ প্রসঙ্গে নাইসেড অধিকর্তা শান্তা দত্ত মনে করেন, দ্বিতীয় ঢেউ আসার আগে শহরবাসীর মধ্যে এমন নিয়ম ভাঙ্গার প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। সেটা এখন আবার দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত কড়া পথ অবলম্বন করা। আরও কঠোর বিধি চান অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা পঙ্কজ দত্ত-ও। তিনি বলেন, “দেশে অতিমারী আইন চালু হয়েছে। মাস্ক না পড়ে বেরোলে, সেই আইনে ৬ মাস জেল পর্যন্ত হতে পারে। এই ব্যবস্থাও রয়েছে। আমার হাতে ক্ষমতা থাকলে সেই নিয়ম কার্যকর করতাম।”

আগামী একমাস পুলিশ-পুরসভা যৌথ উদ্যোগে শহরজুড়ে নজরদারি চালানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করার কাজও করবেন।