টিডিএন বাংলা ডেস্ক: ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত মঙ্গলবার নিজের কেন্দ্র নীলকারাই গিয়ে ভোট দিলেন। আজ ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তামিলনাড়ু বিধানসভা লড়াইতে একদিকে রয়েছে ডিএমকে-কংগ্রেস জোট এবং অপরদিকে রয়েছে এআইএডিএমকে-বিজেপি। এছাড়াও প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মাক্কাল নিধি মাইয়াম এবং টিটিভি দিনাকরণের এএমএমকে বিধানসভার লড়াইয়ে প্রতিযোগিতা করছে। এদিনের নির্বাচনে সাধারণ মানুষের মতো সুপারস্টারদেরও ভোট দিতে দেখা যায়। একদিকে যেমন সাধারণ মানুষের সাথে লাইন দিয়ে ভোট দিতে আসেন কমল হাসান ও তাঁর কন্যা শ্রুতি হাসান তেমনই অপরদিকে একইভাবে লাইন দিয়ে ভোট দিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত।