টিডিএন বাংলা ডেস্ক : ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার (CEA) পদ থেকে সরে দাঁড়ালেন কেভি সুব্রহ্মণ্যম। মন দিতে চান শিক্ষার জগতেই। শুক্রবারই তিনি জানিয়ে দিলেন তাঁর এই সিদ্ধান্ত। তাঁর আচমকা ইস্তাফায় শুরু হয়েছে জল্পনা।
শুক্রবার তিনি জানিয়েছেন, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর তিনি সরে যাচ্ছেন। তাঁর জায়গায় কাকে আনা হবে সেটা এখনও জানায়নি কেন্দ্রীয় সরকার।
২০১৮ সালের ডিসেম্বরে কেভি সুব্রহ্মণ্যম দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাঁর আগে ছিলেন অরবিন্দ সুব্রহ্মণ্যম। কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা পদে থাকার পাশাপাশি ‘ইন্ডিয়ান স্কুল অব বিজনেস’-এর অধ্যাপকও সুব্রহ্মণ্যম। ২০১৯ সালে ওই প্রতিষ্ঠানের ‘সেরা অধ্যাপক’ হয়েছিলেন তিনি। এ ছাড়াও আমেরিকার এমোরি বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ‘গোইজুয়েটা বিজনেস স্কুল’-এর অর্থবিভাগের অধ্যাপকও তিনি। উপদেষ্টা পদে থেকে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটির সদস্যও ছিলেন তিনি। ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরে কেভি সুব্রহ্মণ্যম খুবই উল্লেখযোগ্য নাম।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর আগে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ সুব্রহ্মণ্যমও। কারণ হিসাবে জানিয়েছিলেন পারিবারিক কারণেই সরে দাঁড়াচ্ছেন। তাঁর জায়গায় কেভি সুব্রহ্মণ্যমকে আনা হয়। তিনিও তিন বছরের মেয়াদ শেষ করে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন।