বাংলার ক্রিকেট দলে আবারও দেখা যাবে লক্ষ্মীরতন, অশোক দিন্দাদের!

টিডিএন বাংলা ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে বাংলার ক্রিকেট দলে আবারও দেখা যাবে লক্ষ্মীরতন শুক্লাকে। দেখা যেতে পারে প্রাক্তন তারকা পেসার অশোক দিন্দাকেও। না তারা আর ব্যাট বা বল করবেন না। তবে তারা সিএবিতে কোচের দায়িত্বে পেতে চলেছেন বলে খবর। বাংলার বর্তমান কোচ অরুণ লাল আর দায়িত্বে থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন। সিএবি কর্তারা তাই পরবর্তী কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লাকেই ভাবছেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি বাকি সাপোর্ট স্টাফও নিয়োগ কারা হবে। তবে কারা কোন দায়িত্বে আসছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অশোক দিন্দা বাংলার ক্রিকেট দলের বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিতে খুবই আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে। তবে তাঁকে নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।