এবার রাহুলের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ললিত মোদি

টিডিএন বাংলা ডেস্ক: এবার রাহুলের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন ললিত মোদি। তিনি বলেন, কংগ্রেসের কোনও নেতার ভুলে যাওয়া উচিত নয় যে ১৯৫০ সালের শুরু থেকে মোদি পরিবার তাদের জন্য এবং দেশের জন্য এত কিছু করেছে যা তারা কল্পনাও করতে পারবেন না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন কমিশনার ললিত মোদি রাহুল গান্ধীর মোদি পদবি নিয়ে বিবৃতিতে আপত্তি জানিয়েছেন। ললিত মোদি জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে মামলা করবেন তিনি। বৃহস্পতিবার ললিত মোদী এই সম্পর্কে একাধিক টুইট করেছেন।

টুইটারে তিনি লিখেছেন, আমি রাহুল গান্ধীকে যুক্তরাজ্যের আদালতে তলব করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত তারা নিশ্চিতভাবে কিছু সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আসবে। ললিত মোদী আরও বলেন, কতজন প্রবীণ কংগ্রেস নেতার বিদেশে সম্পত্তি আছে? আসল প্রতারক হল কংগ্রেস।
প্রসঙ্গত, মানি লন্ডারিং মামলা, সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় রয়েছেন ললিত মোদি। কয়েক মাস আগে তিনি করোনায় আক্রান্ত হন। সেসময় তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন।

ললিত মোদি লিখেছেন, ‘আমি দেখছি যে গান্ধীর সঙ্গে যুক্ত যে কোনও ব্যক্তি ক্রমাগত বলে যে আমি পলাতক। কেন? কিভাবে? আর আজ পর্যন্ত কোন মামলায় আমি সাজা পেয়েছি। রাহুল গান্ধী যিনি এখন একজন সাধারণ মানুষ এবং বিরোধীদের সঙ্গে যুক্ত নেতাদের কোনো কাজ নেই। এখন হয় তাঁর কাছে ভুল তথ্য আছে অথবা তিনি প্রতিশোধের জন্য কথা বলছেন।
ললিত মোদি আরো বলেন, আর কে ধাওয়ান, সীতারাম কেশরী, মতিলাল ভোরা, সতীশ সারনা সবাই গান্ধী পরিবারের মধ্যস্বত্বভোগী। নারায়ণ দত্ত তিওয়ারিকে ভুলবেন না। এই সমস্ত লোকেদের বিদেশে সম্পত্তি আছে। কমলনাথকে জিজ্ঞেস করুন। আমি ঠিকানা এবং ছবি পাঠাতে পারি। ভারতের মানুষকে বোকা বানাবেন না। সবাই জানে আসল প্রতারক কে।

তিনি আরো বলেন, এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে গত ১৫ বছরে আমি এক পয়সাও নিয়েছি। এটা নিশ্চিতভাবে এখানে প্রমাণিত হয়েছে যে আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া ইভেন্টটি এই বিশ্বকে দিয়েছি। যা এখন ১০০ বিলিয়ন ডলার আয় করেছে।