রাজ্য জমি বিবাদের জেরে গন্ডগোল, রাণীনগরে মৃত দুই By TDN Bangla - 7 April 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print প্রতীকী ছবি টিডিএন বাংলা ডেস্ক: জমি বিবাদের জেরে গন্ডগোল। মুর্শিদাবাদের রাণীনগরে মৃত দুই। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃতরা হলেন সুজন শেখ (২২) ও মলিনা বিবি (৩৫)। জখম হয়েছেন আরও কয়েক জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।