টিডিএন বাংলা ডেস্ক: মারা গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল। বুধবার এক টুইটে প্যাটেলের ছেলে ফয়জল প্যাটেল জানান, “মাসখানেক আগে কোভিড আক্রান্ত হন আহমেদ প্যাটেল। তারপর থেকে তাঁর শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছিল। ক্রমশ শরীর খারাপ হয়ে যাচ্ছিল তাঁর। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তার। আপনাদের সকলের কাছে অনুরোধ কোভিড বিধি মেনে চলুন, জমায়েত করবেন না।” এদিকে আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।