পাটনায় বিটিএসসি পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জ

টিডিএন বাংলা ডেস্ক: পাটনায় বিটিএসসি পরীক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ। এইসব প্রার্থীদের ফলাফল ৪ বছর থেকে ঝুলে আছে। ফলাফল মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজপথে নেমেছিলেন প্রার্থীরা। সাড়ে ১২টা নাগাদ বিজেপি অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় প্রার্থীদের। পুলিশ লাঠিচার্জ করে সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।