আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, পঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত : প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দর সিং

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে না পারায় চন্নী সরকারের সমালোচনা করে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং তিনি বলেন, “আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১০ কিমি দূরে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ পঞ্জাব পুলিশ।” তিনি আরও বলেন, ‘‘পঞ্জাবে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। দেশের প্রধানমন্ত্রীকে যদি সুরক্ষা দিতে না পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তা হলে এখনই তাঁদের পদত্যাগ করা উচিত। তাও আবার এমন একটা জায়গায় ঘটনাটি ঘটেছে, যেখান থেকে পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরেই।’’

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “ফিরোজপুরে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু, খারাপ দৃশ্যমানতার জেরে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উনি কেন আটকে পড়লেন তার তদন্ত হোক। পুলিশ কী করছিল দেখা হোক। উনি প্রাণ সংশয়ের কথা বলেছেন এটা অবশ্যই তদন্ত করে দেখা উচিত।”