বিচারাধীন সমকামীতা প্রসঙ্গে মুখ খুলে বিতর্কে আইনমন্ত্রী, সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দেওয়ার আহ্বান

টিডিএন বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন সমকামীতা মামলা প্রসঙ্গে মুখ খুলে আবারও বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এই বিষয়ে সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি সমকামীতার কার্যত বিরোধিতা করেই বক্তব্য দিতে দেখা গেল কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে। এদিন দিল্লিতে সমকামীতা বিষয়ে আলোচনার জন্যLaw Minister আয়োজিত একটি বিতর্ক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সমপ্রেমী বিয়ের বিষয়টি আমি দেশের মানুষে কাছে ছেড়ে দিতে চাইছি।” একইসঙ্গে এদিন সমকামীতা বিতর্কে সুপ্রিম কোর্টের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় তাকে।