HighlightNewsরাজ্য

সাত সকালে গ্রেফতার আইনজীবী কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, কারণ নিয়ে ধোঁয়াশা

টিডিএন বাংলা ডেস্ক: আজ শনিবার সাত সকালে গ্রেফতার করা হল হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। তবে ঠিক কি কারণে একজন হাইকোর্টের আইনজীবীকে গ্ৰেফতার করা হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও আইনজীবী কৌস্তভ বাগচী সাংবাদিকদের জানান আগের দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার কারণেই আজ তাঁর বাড়িতে পুলিশ পাঠানো ও গ্ৰেফতার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁকে ভয় পেয়েছেন। আর এটাকে তিনি নিজের নৈতিক জয় বলেও দাবি করেছেন।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আজ শনিবার গভীর রাতে ৩ টে নাগাদ তাঁর বাড়িতে বটতলা থানার একটি পুলিশ টিম পৌঁছায়। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পালা। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে সকাল ৮ টা নাগাদ তাঁকে গ্রেফতার করে বটতলায় থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তল্লাশি অভিযানের খবর পেয়ে তৎক্ষণাৎ আইনজীবী কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে পৌঁছে যান যুব কংগ্রেসের নেতা কর্মীরা। কৌস্তভকে পুলিশ গ্ৰেফতার করলে প্রতিবাদে সরব হয়‍ উপস্থিত কংগ্রেস কর্মীরা। তারা হুমকি দেন দ্রুত মুক্তি না দেওয়া হলে রাজ‍্য জুড়ে আন্দোলনে নামবেন।

Related Articles

Back to top button
error: