HighlightNewsদেশ

নতুন সংসদ ভবনের অশোক স্তম্ভ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা

টিডিএন বাংলা ডেস্ক: নতুন সংসদ ভবনের ছাদে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের কাঠামো নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দুই আইনজীবী। আইনজীবীদের দাবি, এই স্তম্ভের নকশা ভারতের রাষ্ট্রীয় প্রতীক (অনুচিত ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা) আইন, ২০০৫-এর লঙ্ঘন।

আইনজীবী আলদানিশ রিন এবং রমেশ কুমার মিশ্র নামে ওই দুই আইনজীবী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা চিহ্নের সিংহের মুখ সারনাথ জাদুঘরে রাখা সিংহের চেয়ে বেশি খোলা এবং তার মধ্যে আগ্রাসীতা রয়েছে। অন্যদিকে, সারনাথ জাদুঘরে রাখা সিংহের মুখে প্রশান্তি আছে।

Related Articles

Back to top button
error: