টিডিএন বাংলা ডেস্ক : গুচ্ছ অভিযোগ ও ক্ষোভ নিয়ে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। মঙ্গলবার তিনি কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে সাত পাতার চিঠি পাঠান। সেই সঙ্গে ঘোষণা করলেন নতুন দলের নামও। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন দলের নাম, ‘পঞ্জাব লোক কংগ্রেস।’
আগামী বছর যখন পঞ্জাবে ভোট ঠিক তখনই এই বড়সড় চমক এসেছে পঞ্জাবের রাজনীতিতে। এতোদিন ক্যাপ্টেন খাতায় কলমে কংগ্রেসের সদস্য ছিলেন। এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিলেন তিনি। কংগ্রেস ছাড়ার বিষয়ে নিজের পদত্যাগ পত্র সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পাঠিয়েছেন ক্যাপ্টেন। ওই পদত্যাদ পত্রে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন অমরিন্দর। সেই চিঠিতে নভজ্যোত সিং সিধু ও পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমরিন্দর। সোনিয়াকে পাঠানো চিঠিতে ক্যাপ্টেন লিখেছেন, আমি ক্লান্ত নই। রাজনীতি থেকে অবসরও নিচ্ছি না। আমার প্রিয় পাঞ্জাবকে এখনও অনেক কিছু দেওয়ার আছে। আমি লড়তে চাই। হারিয়ে যেতে চাই না।”
অমরিন্দরের দীর্ঘ চিঠিতে আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিধু। তিনি লিখেছেন, গত কয়েক মাসে আমাকে যে অবজ্ঞার শিকার হতে হয়েছে, আমি আশা করি যে অন্য কোনও বর্ষীয়ান কংগ্রেস নেতাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। অভিমানী অমরিন্দর সিং তাঁর পদত্যাগপত্রে রাহুল ও প্রিয়ঙ্কার বিরুদ্ধেও অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। তার বদলে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই গোটা ঘটনায় সোনিয়া গান্ধি চোখ বন্ধ করে বসেছিলেন।
এদিন তিনি নতুন দলের নামও ঘোষণা করেছেন। তবে দলের রেজিস্ট্রেশনটা এখনও নির্বাচন কমিশের কাছে বকেয়া রয়েছে। এরপর দলের প্রতীকটাও ঘোষণা করা হবে। জানিয়েছেন ক্যাপ্টের অমরিন্দর।