HighlightNewsরাজ্য

আনিসের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে করিমপুরে প্রতিবাদ বাম ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান হত্যা কাণ্ডে বিভিন্ন গণ সংগঠনের সাথে রাজ্যজুড়ে দুদিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বামেদের ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই।

বৃহস্পতিবার করিমপুর-২ ব্লকের থানারপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় ওই দুই সংগঠনের নেতা কর্মীরা। এদিন বিকেলে একদল ছাত্র ও যুবক মিছিল করে থানারপাড়া থানার সামনে জড়ো হয়। সেখানে তারা প্রায় ৪০ মিনিট পথ অবরোধ করে আনিস খান হত্যার প্রতিবাদে স্লোগান দেয়। দাবি ওঠে, দোষী পুলিশ সহ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

করিমপুর ডিওয়াইএফআই লোকাল কমিটির সভাপতি সঞ্জীব সেখ বলেন, রাষ্ট্রীয় মদতে আনিস খান খুনের দায় নিয়ে অবিলম্বে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজ্য পুলিশের তদন্তে বিশ্বাস নেই তাই আনিস হত্যার সিবিআই তদন্তেরও দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না সব দোষীদের গ্রেফতার করা হবে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে। পথ অবরোধের পর থানারপাড়া থানার সামনে পথসভাও করে তারা।

Related Articles

Back to top button
error: