নিয়োগে দুর্নীতির প্রতিবাদে এসএসসি-র দফতরে বামেদের বিক্ষোভ

টিডিএন বাংলা ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন বাম ছাত্র, যুবরা। সল্টলেকে এসএসসি ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষের ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এসএসসি ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের গেটের মুখেই আটকে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। তাদের পথ আঁটকে দেওয়ায় রাস্তার মাঝেই অবস্থান বিক্ষোভ শুরু করেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও সৃজন ভট্টাচার্যরা। তাদের বক্তব্য, এসএসসি ভবনে তাঁরা স্মারকলিপি জমা দিতে চান। এই বিক্ষোভ ঘিরে করুণাময়ী এলাকায় যান চলাচল ব্যাহত ও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক জনকে গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাঁদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য মহিলা সমর্থকদের শারীরিক ভাবে নিগ্রহ করেছেন পুরুষ পুলিশকর্মীরা।

পুলিশের আচরণ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, ‘‘মহিলা পুলিশ পর্যন্ত আনা হয়নি।’’ সেই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘মেধার ভিত্তিতে নয়, ঘুষের ভিত্তিতে এখান (এসএসসি) থেকে চাকরি হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভুয়ো নিয়োগ বাতিল করতে হবে।’’ কলকাতা হাই কোর্ট স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিক তদন্ত ভার বা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল। গত সোমবার এ সংক্রান্ত সমস্ত নথি সিবিআই-কে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য ওই নির্দেশ স্থগিত থাকবে। এখন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত তথ্য মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিতে হবে।