ফড়নবিশকে আইনি নোটিশ, পাল্টা নোটিশ নবাব মালিককে

টিডিএন বাংলা ডেস্ক : সংবাদমাধ্যমে ভিত্তিহীন কথাবার্তার জন্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন এনসিপি নেতা নবাব মালিকের জামাই সমীর খান। ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তাঁর থেকে। অন্যদিকে পরিবারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে নবাব মালিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী।

সম্প্রতি সংবাদমাধ্যমে বিজেপি নেতা ফড়নবিশ দাবি করেন, সমীর খানের কাছ থেকে এবং তাঁদের বাড়ি থেকে মাদক উদ্ধার হয়েছে। নবাব মালিক প্রসঙ্গে ফড়নবিশ বলেন, বুঝতে পারছেন এই দলের কী অবস্থা, যার সদস্যদের বাড়ি থেকে মাদক উদ্ধার হয়! এই মন্তব্যের প্রেক্ষিতে সমীর খানের আইনি নোটিশ।

ফড়নবিশ নবাবের জামাইয়ের বিরুদ্ধে মাদক লেনদেনের অভিযোগ এবং নবাবের পরিবারের বিরুদ্ধে গ্যাংস্টারের থেকে সস্তায় জমি কেনার অভিযোগ তুলেছেন। নবাবও ফড়নবিশ এবং তাঁর স্ত্রীর সঙ্গে মাদক কারবারি জয়দীপ রানার সখ্যতার দাবি করেছেন। ফড়নবিশের স্ত্রীর দাবি, মুম্বইয়ে নদী বাঁচানোর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। সেই অনুষ্ঠানে ক্রিয়েটিভ টিম জয়দীপ রানাকে নিয়োগ করেছিল। তাঁরা জয়দীপের ব্যাপারে কিছুই জানেন না। ইচ্ছাকৃতভাবে জয়দীপের সঙ্গে কিছু ছবি প্রকাশ করে তাঁদের পরিবারকে বদনাম করার চেষ্টা করছেন মালিক।