Highlightবিনোদন

চলে গেলেন কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী

টিডিএন বাংলা ডেস্ক : সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ২৪ ঘণ্টাও কাটলো না, এরই মধ্যে চলে গেলেন  সংগীতশিল্পী, সুরকার বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন বেশ কিছুদিন আগে। তার স্বরযন্ত্রও ঠিক মতো কাজ করছিল না। বুধবার ভোরে জীবনাবসান হয় বাপ্পি লাহিড়ীর। প্রথমে লতা মঙ্গেশকর, তারপর দশদিনের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী।  সংগীত জগতে সত্যিই যেন মড়ক লেগেছে। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গভীর শোকের সৃষ্টি হয় সংগীত মহলে, সাধারণ মানুষের মধ্যে।

সংগীতশিল্পী দম্পতি অপরেশ লাহিড়ী ও বাঁশরী লাহিড়ীর সন্তান সহজাত প্রতিভার অধিকারী ছিলেন। পাঁচ বছর বয়সে তবলার ঝংকার তোলেন তিনি।

তারপর অপরেশ ও বাঁশরী মুম্বই প্রবাসী হওয়ার পর বাপ্পিও মুম্বই চলে যান। খুব অল্প বয়সে বলিউডের ফিল্মে সুর দেন। বহু হিট গানের জন্ম দেন। আই এম এ ডিসকো ডান্সার তাঁরই সৃষ্টি। ভারি গহনা পরে থাকতে ভালোবাসতেন। বিয়ে করেছিলেন সংগীতশিল্পী চন্দ্রানী মুখোপাধ্যায়ের বোনকে। শ্রীরামপুর থেকে একসময় ভোটে লড়েছিলেন তিনি। ৬৯ বছরে তার প্রয়াণ নিঃসন্দেহে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি।

Related Articles

Back to top button
error: