টিডিএন বাংলা ডেস্ক: লোকসভার পঞ্চম দিনে কার্যধারা শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় অধিবেশন। হাউসে কংগ্রেস সাংসদদের স্লোগানের কারণে স্পিকার ওম বিড়লা লোকসভা সোমবার পর্যন্ত মুলতবি করেন। কংগ্রেস সাংসদরা এদিন রাহুল গান্ধীকে কথা বলতে দেওয়ার দাবি তুলে স্লোগান দেন। উল্লেখ্য, গত ৪ দিন ধরে রাহুল গান্ধীর কেমব্রিজের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছে বিজেপি। সোমবার পর্যন্ত রাজ্যসভা মুলতবি করা হয়েছে। হাউস মুলতুবি হওয়ার পরে, সোনিয়া, রাহুল এবং খার্গের সাথে কংগ্রেস সাংসদ সহ ১৬টি বিরোধী দল মহাত্মা গান্ধীর মূর্তির কাছে আদানি মামলা নিয়ে প্রতিবাদ করে।
এদিন, কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল রাজ্যসভায় সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের প্রস্তাব উত্থাপন করেন। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “রাহুল গান্ধী কখনই দাবি করেননি যে, গণতন্ত্র বাঁচাতে বিদেশী বাহিনী আমাদের দেশে আসে। এটা আজেবাজে কথা। আমি মনে করি না এর জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে। কিন্তু সংসদ চালানোর দায়িত্ব সরকারের।”