রাজ্য
উৎসব আলোর হোক, বাজির নয়: আবেদন কলকাতা পুলিশের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা:উৎসব আলোর হোক, বাজির নয়। সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখা হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। শুক্রবার সন্ধ্যায় মুচিপাড়া থানা ও তালতলা থানার পক্ষ থেকে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে বাজি ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আদালতের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তারপরও কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন এই দুই থানা এলাকার বিভিন্ন এলাকায় পদযাত্রা করে মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাজি বিক্রি বন্ধ করতে বিশেষ অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে। বাজেয়াপ্ত করা হয় বহু বাজি।