HighlightNewsদেশ

“সরকার বলুক চীন কিভাবে আমাদের জমি দখল করে রেখেছে”; চীন প্রসঙ্গে ফের একবার মোদি সরকারকে আক্রমণ আসাদউদ্দিন ওয়েসির

টিডিএন বাংলা ডেস্ক: চিনা অধিক্রমণ প্রসঙ্গে ফের একবার কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন এআইএমআইএম সভাপতি ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। তিনি বলেন, সরকারের বলা উচিত সিম কিভাবে আমাদের জমি দখল করে নিয়েছে। শুধু তাই নয়, ওয়েসি বলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উচিত ওই জায়গায় গিয়ে আসল তথ্য মানুষের সামনে তুলে ধরা।

এর আগেও আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেছিলেন চিন সেনা ভারতের জমি দখল করে নিয়েছে। এ প্রসঙ্গে একটি টুইট করে তিনি লিখেছিলেন,”চীন ভারতের ১০০০ বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে যার মধ্যে ৯০০ বর্গ কিলোমিটার দেপসাং-এর অন্তর্গত। এখনো পর্যন্ত রাজনাথ সিং দেপসাং প্রসঙ্গে কিছুই বলেননি। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষে এটা অসুবিধাজনক হতে পারে কিন্তু এখন আপনি সংসদকে এই বিষয়ে জানাতে বাধা সৃষ্টি করছেন। আপনি সাংসদদের কাছে জবাব দিতে দায়বদ্ধ।”

Related Articles

Back to top button
error: