কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে একলা চলো নীতি কংগ্রেসের

টিডিএন বাংলা ডেস্ক : ২৪ এর লোকসভা ভোটে একলা চলো নীতি নিয়েছে বাংলার শাসকদল। পাল্টা দিল শতাব্দী প্রাচীন দল কংগ্রেস।

নয়াদিল্লিতে কংগ্রেস সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে মোদি বিরোধী গণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে কংগ্রেস। যেখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে ডিএমকে, এনসিপি, শিবসেনা ও বামেদের। দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ভোটের স্ট্র্যাটিজি কী হবে কংগ্রেসের, তা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। দলের প্রবীণ নেতা সাংসদ দিগ্বিবিজয় সিং-এর নেতৃত্বাধীন কমিটির তরফে ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত আন্দোলন কর্মসূচির একটি রূপরেখা তৈরি হয়। এই রূপরেখার অনুমোদন দেবেন সোনিয়া ও রাহুল। সেই নিয়ে সমভাবাপন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন সোনিয়া-রাহুল।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠক গুলির আমন্ত্রণ তালিকা থেকে বাদ রাখা হতে পারে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির মতো দলকে।