HighlightNewsদেশ

হিটলারের মত নরেন্দ্র মোদীরও একদিন বিদায় হবে : এস.কিউ.আর. ইলিয়াস

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : নাগরিকত্ব সংশোধনী আইন-২০১৯ পাশের দ্বিতীয় বর্ষপূর্তিতে সিএএ, এনআরসি ও এনপিআর বাতিলের দাবীতে কোলকাতা পার্ক সার্কাস টি.বি.অ্যাসোসিয়েশন হলে রবিবার অনুষ্টিত হল ওয়েলফেয়ার পার্টির এক বিশেষ সেমিনার।

পার্টির কেন্দ্রীয় সভাপতি সেমিনারে উপস্থিত হয়ে সিএএ, এনআরসি ও এনপিআর বিরুদ্ধে বলতে গিয়ে বলেন, আমাদের শপথ নেওয়া দরকার, যে আমাদের সংবিধানের স্থান আছে সেখান থেকে ইঞ্চিও সরতে দেব না, দেখুন কোন জুলুম করা সরকার কতই না শক্তিশালী হোক না কেন হিটলার হক বা মুসলিনি ইতিহাসে তাদের নাম ঠিক ভাবে নেওয়া হয়না, এই যে মোদী আমিত শাহের সরকার কতই না শক্তিশালী হোক একদিন আসবে নরেন্দ্র মোদীরও বিদায় হবে।

এই সেমিনারে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির সর্ব ভারতীয় সভাপতি ডঃ এস.কিউ.আর. ইলিয়াস, কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ রইসুদ্দিন, রাজ্য সভাপতি শ্রী মনসা সেন, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, FITU কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃমানোয়ারা বেগম, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, No NRC Movment এর কনভেনর কমল শুর, RSP সেন্ট্রাল কমিটির মেম্বার মৃন্ময় চ্যাটার্জি, ফরওয়ার্ড ব্লকের কোলকাতা জেলার সদস্য প্রদ্দুত নাথ, কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস সামিম প্রমুখ।

Related Articles

Back to top button
error: