HighlightNewsরাজ্য

এসআইও এর উদ্দোগে সাহিত্য সেমিনার আলিয়া ইউনিভার্সিটিতে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : ভারতের জাতীয় স্তরের অন‍্যতম ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন অব ইন্ডিয়া (এসআইও)-এর পক্ষ থেকে আজ রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাকসার্কাস ক‍্যাম্পাসে ‘সৃজনধারা Literature Workshop’ শিরোনাম একটি প্রশিক্ষণ শিবির অনুষ্টিত হয়। এসআইও-এর তরফে জানানো হয়েছে যে, এটি দুই দিনের ক‍্যাম্প অর্থাৎ আগামীকার রবিবার পর্যন্ত চলবে। এখানে আমরা কেন পড়বো বা লিখবো, কি পড়বো বা লিখবো, কিভাবে পড়বো বা লিখবো, না পড়লে বা না লিখলে ক্ষতি কোথায় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিগণ। এই অনুষ্ঠানের আজকের দিনের আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব‍্যাপারি, প্রফেসর আবুজার কামালুদ্দিন, ড. মিরাতুন নাহার, এসআইও এর কেন্দ্রীয় সভাপতি সালমান আহমেদ, প্রফেসর ইরফানুল্লাহ ফারুকী, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডানিশ ইকবাল, প্রফেসর শার্মিষ্টা চ‍্যাটার্জী, প্রফেসর সোহেল আজিজ, প্রফেসর গাজালা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, এসআইও এর বিভিন্ন রাজ‍্যের দায়িত্বশিল ও সদস্যরা।

মনোরঞ্জন সাহেব উপস্থিত শিক্ষার্থীদের গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি লিখতে উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিজের জীবনের গল্প শোনান। তিনি তাদেরকে শোনান তার একজন রিক্সা চালক থেকে লেখক, সেখান থেকে রাজনীতিক এবং তারপর সেখান থেকে বিধায়ক হয়ে ওঠার গল্প। শোনান তার জেলে যাওয়া, জেলের কয়েদিদের জীবন, সমাজের অসহায় খেটে খাওয়ার মানুষের জীবন থেকে কিভাবে লেখার অনুপ্রেরণা পেয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “সমাজে অজস্র অসহায় মানুষ আছে অথচ আমার সামর্থ খুবই কম। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সবাইকে সাহায্য করতেও পারিনা, এটা আমাকে দুঃখিত করে।” এছাড়া ড. মিরাতুন নাহার বলেন কিভাবে নিজের লেখনির মাধ্যমে সমাজে সাম‍্য, সম্প্রীতি প্রতিষ্টা করা যায়। কীভাবে সমাজের অন‍্যায়, অত‍্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়।

Related Articles

Back to top button
error: